.              জীবন একটা চলন্ত শকট;
         চলতে চলতে জীবনের গতি হয় প্রকট।
                  থামতে জানেনা জীবন;
        চলতে চলতে বিদায় নেয়, থেকে এ ভুবন।
         চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আরো আছে যারা;
         নির্দিষ্ট গতিতে অবিরাম ছুটে চলছে তারা।
    যেদিন নেবে ছুটি, থেমে যাবে এদের গতি;          
        ধ্বংস হবে দুনিয়া, বাড়বে দুর্গতি, হবে বিপত্তি।


           চাকরি থেকে মানুষ নিতে পারে অবসর;
             তারপরও জীবন চলতে থাকে খরতর।
              অবসরে নহে হতাশ, নহে হতোদ্যম;
         এগিয়ে চলো সম্মুখ পানে, নিয়ে নব-উদ্যম।
              দক্ষতা অভিজ্ঞতার আছ প্রয়োজন;
          দক্ষতার আলোকে শুরু করো নতুন জীবন।
         হয়তো তোমা হতে নতুন শাহনামা হবে সৃষ্টি;
          হয়তো তোমার তত্ত্বেই নিয়ন্ত্রিত হবে বৃষ্টি।


            গ্রহ থেকে গ্রহান্তরে যাওয়ার উপায়;
          বাতলিয়ে দিতে পার তুমি জগত সভায়।
           ভালোবেসে ভরিয়ে দিতে পারো ধরা;
            তাড়িয়ে দিতে পার রোগব্যাধি জরা।
        যেও না ভুলে দুনিয়ার অধিকাংশ আবিষ্কার;
                ষাটোর্ধ্ব ব্যক্তিরাই তার কর্মকার।
           ক্ষণস্থায়ী এ দুনিয়া শেষ হবে একদিন;
         যতক্ষণ আছে প্রাণ, সুধিতে হবে জন্ম ঋণ।
                তারিখ: ২২-০৩-২০২৩ ইং;