.       জীবন চলার পথ নহে সরল রেখা,
            পাবে অনেক বাঁকের দেখা।
        কোথাও পিচঢালা প্রশস্ত রাজপথ;
             আরো আছে মেঠোপথ।
         পাশেই মিলবে সংকীর্ণ গিরিপথ;
       পদে পদে হাতছানি দিয়ে যায় বিপদ।


          কখনো দিন কখনো আঁধার রাত্রি;
                একা পথে তুমি যাত্রী।
                 ঝড়ঝঞ্ঝা বিক্ষুব্ধ পথ;
          প্রতিক্ষনে দিচ্ছে হাতছানি বিপদ।
             এ পথেই দিতে হবে পাড়ি;
        পথে চলছে টাঙ্গা তুমি একা সওয়ারি।


          বিপদ দেখে যদি তুমি পাও ভয়;
             বহু দূরে চলে যাবে বিজয়।
       এগিয়ে চলো বিপদ বাঁধা দিয়ে পাড়ি;
             লক্ষ্যে পৌঁছবে তাড়াতাড়ি।
            পাবে জীবনে সাফল্যের দেখা;
          জীবন চলার পথ নহে সরল রেখা।
             তারিখ: ০৩-০৬-২০২৩ ইং;