.
              ঝঞ্ঝা বিধ্বস্ত তিমির রাতি;
দুর্গম গিরি পথে চলছে পথিক, নেই পথের সাথী।
                পৌঁছতে হবে নিজ ঘর;
         অসুস্থ মাতা গুনছে, অপেক্ষার প্রহর।
         সহসা বজ্রনিনাদ; প্রকম্পিত চারিধার;
   সম্মুখ পানে তাকিয়ে দেখে, শুধুই অথৈ আঁধার।
                   হৃদয়ে জাগে ভয়;
     গিরিখাতে পরে, হবে কী জীবনের পরাজয়?


           ক্ষণকাল ভেবে নেয় পথিকবর;
ঝড়-ঝঞ্ঝা স্থায়ী নয়, সহসাই কেটে যাবে আঁধার।
             তিমির রাত্রির হবে অবসান;
সকালে সোনালি সূর্য শোনাবে, জীবনের জয়গান।
          ভীরুরা মরার আগে মরে বহুবার;
  এটাইতো সময়, সম্মুখ পাণে এগিয়ে যাবার।
                   সঙ্কটে নহে ভয়;
সঙ্কটের মোকাবেলা করে, এগুলেই মিলিবে বিজয়।
            তারিখঃ ২০-১২-২০২২ ইং;