আমরা যারা ঢাকায় থাকি, তারা বড়ই ভাগ্যবান;
দিনে রাতে শুনি, পয়সা ছাড়া, যানবাহনের গান।
নিশ্বাসের সাথে একেবারেই ফ্রী,  'সুক্ষ্ম বস্তুকণা';
'নাইট্রোজেন ডাই-অক্সাইড', তারাই আপন জনা।


শুনুন শুনুন বন্ধুবর; শুনুন ঢাকা শহরের অর্জন;
প্রথম শ্রেণীতে প্রথম, আমরা এখন চ্যাম্পিয়ন।
শব্দ দূষণে মোরা, দুনিয়া মাঝে সেরা সবার;
রাখবই ধরে এ আসন, জাতির কাছে অঙ্গীকার।


একটি তীব্র ব্যথায় খসখস করে সদা, জাতির মন;
বায়ু দূষণে রানারআপ, অল্পতে হারালাম আসন।
মানা নাহি যায়, দিল্লীর কাছে আমাদের পরাজয়;
রাখতে জাতির মান, ছিনিয়ে আনতে হবে বিজয়।


বায়ু দূষণে ২০১৯-এ বাইশ হাজারের হয়েছে মরণ;
জনসংখ্যার নিয়ন্ত্রণে, দূষণকেই করতে হবে বরণ।
ট্রয়ের যুদ্ধে, দেবরাজ জিউস দিয়েছিলেন, এ পত্র;
ঢাকার জনসংখ্যার নিয়ন্ত্রণে, এটাই মোক্ষম অস্ত্র।


ঢাকার শব্দের গতিতে, মৃত্যু মানুষও হবে জাগ্রত;
বাড়াও শব্দের গতি, বন্ধ কর, হাসপাতাল যত।
ডাক্তারের বেতন মস্ত অপচয়, বন্ধ করে দিন;
প্রতি পাড়ায় বসাও, দু'টা করে ইট ভাঙ্গার মেসিন।


চালাও রাস্তায়, ফিটনেস বিহীন যত আছে গাড়ি;
খাদ্য ঘাটতি রবে না আর, বন্ধ হবে ভাতের হাড়ি।
জ্ঞানী গুণী মহাজন, আসুন এক সুরে গাহি গান;
পরিবেশ অধিদপ্তর রাখিয়াছে, এ জাতির মান।
তারিখঃ ২৬-০৯-২০২২ ইং