.
              অমরাবতী নহে এই সুন্দর বসুন্ধরা;
            এখানে আছে রোগ, শোক, মৃত্যু, জরা।
               সবাইকে চলে যেতে হবে একদিন;
                 কি দিয়ে শোধিবে জীবনের ঋণ?
           মৃত্যু যেদিন টেনে দিবে জীবনের যবনিকা;
                  সেদিন জ্বলবে কি দীপশিখা?
            যে জীবন মরণের সাথে হয়ে যায় বিনাশ;
                 তার কাছে কিইবা রইবে আশ?
               মানুষ হয়ে জন্মেছি এই ধরা মাঝে;
         খেয়ে পরে মরে যাওয়া, কি মানুষের সাজে?


       সেই তো মানুষ, মৃত্যুর পরও যে বেঁচে থাকে;
                 কর্মের মাঝে নিজ ছবি আঁকে।
         যেমন আজও আছে সক্রেটিস, এরিস্টোটল;
               কর্মগুণে তারা এখনো উজ্জ্বল।
                   ঈসা, মুসা, মুহাম্মদ;
       তাদের নামে দরুদ, তারা দু'জাহানের সম্পদ।
                  বঙ্গবন্ধু, জর্জ ওয়াশিংটন;
             এখনো দুনিয়ার কাছে তারা আপন।
                এমনি লাখ নাম আসবে উঠে;
          উচ্চারিত হলে নাম, ভাসে ছবি হৃদয়পটে।


             নিজের কাছে প্রশ্ন করো, একাগ্র মনে;
         উত্তর পুরুষের জন্য কি রেখে যাচ্ছ জীবনে?
             এমন কিছু রেখে যাও তাদের জন্য;
           তাদের কাছে চিরকাল তুমি রবে অনন্য।
         হয়তো তুমি পারবে না করতে শেষ পুরোটা;
                  তবুও করে যাও শুরুটা।
            ভবিষ্যৎ উত্তরসূরী, তোমার বংশ;
     তোমার আরদ্ধ কাজ করবে শেষ, পুরো অংশ।
         তোমাকে হতে হবে আদর্শ তাদের জন্য;
     তবেই দুনিয়াটা তোমার লাগি করবে ধন্য ধন্য।
                তারিখ: ২৪-০২-২০২৩ ইং;