আশা আর নিরাশার দোলায় দোলে জীবন।
অফুরান চাওয়ার সবটা হয় না পূরণ।
সম্ভব অসম্ভব বোঝে না মন;
যা ভালো লাগে, করে নিতে চায় আপন।
ছোটবেলায় মন চায় পাখির মত উড়ি;
সে স্বাদ কিছুটা মিটে, উড়িয়ে ঘুড়ি।
কখনো মনে হয়, হতে হবে ইঞ্জিনিয়ার;
মঙ্গল গ্রহে গিয়ে করব আহার।
পরক্ষণেই মন চায় হব ডাক্তার;
দুনিয়া থেকে করবো বিদায় ক্যান্সার।


অনিয়ম দেখলে পুলিশ হতে চায় মন;
ধরে আনব অপরাধী প্রতিজন।
চাই আমেরিকার চেয়ে ধনী হোক দেশটা;
প্রধানমন্ত্রী হয়ে করবো সেই চেষ্টা।
আবার ভাবি বানাবো পারমাণবিক মিসাইল;
আমার হাতেই শিক্ষা পাবে ইসরাইল।
খেলা দেখলে মনে হয়, আমি হব ক্রিকেটার;
চ্যাম্পিয়ন হবে দেশ, আমি অলরাউন্ডার।
মন চায় হবো বিজ্ঞানী;
নব নব আবিষ্কারে বিশ্বটারে করবো ধনী।


এমনি লক্ষ ইচ্ছা জাগে অশান্ত এ মনে;
স্বপ্নে, নিদ্রায়, জাগরণে।
সব ইচ্ছার বাস্তবায়ন;
হবে না সম্ভব, যদি ঘুরে ফির সারা ভুবন।
অতৃপ্ত আত্মা খুঁজে ফিরে সারা বেলা;
এভাবেই সাঙ্গ হয় একদিন, জীবনের খেলা।
খুব সামান্যই আকাঙ্ক্ষার, এ জনমে হয় পূরণ;
এমনি অতৃপ্ত ইচ্ছা নিয়েই, হয় যে সবার মরণ।
তারিখ: ০৭-০৪-২০২৩ ইং;