.       সমাজের মানুষগুলো অদৃশ্য এক মুখোশ পরা;
           আলট্রাসনোগ্রাম করেও যায় না তা' ধরা।
           বিপদ বিসংবাদে নিভে গেছে মুখের হাসি;
           তবু স্মিত হাসি দিয়ে বলে, ভালো আছি।
              ফোনে বলে কত কথা, কত আমন্ত্রণ;
             বাসায় গেলে বদলে যায়, কথার ধরন।
            প্রতিটা মানুষই একজন পাকা অভিনেতা;
       হাজার বছর থেকেও বুঝবে না তার মনের ব্যথা।


        ভোটের সময় নেতা, কাঁচুমাচু করে বলে কথা;
            জনগণ তখন, হয়ে যায় তার দেবতা।
             কৃষকের ময়লা শরীর জড়িয়ে ধরে;
          ধুলো মাখা শিশুরে কোলে নিয়ে আদর করে।
                  নেতার দেখা পাওয়া ভার;
               ভোটে যদি হয়ে যান তিনি পার।
               নেতা হয়ে যান অচেনা অজানা;
            খুলে পড়ে যায় তখন তার মুখোশ খানা।


            সরকারি চাকরিতে কর্মরত আছেন যারা;
                 সর্বদা তারা বসের ধামাধরা।
            এই বস যখন অবসরপ্রাপ্ত একজন;
         ঘুষ ছাড়া জোটে না তার, ন্যায্য পেনশন।
      প্রেমে উতলা মন, সাথীর তরে জীবন করবে দান;
            বৃক্ষ তলে বাঁধবে ঘর, যদি তারে পান।
               বিয়ের পর নিত্য চলে অভিযোগ;
        মুখোশ খসে যায়, বেরিয়ে আসে আসল রোগ।


         কে চোর, আর কে সাধু, চেনা অতি ভার;
        বোঝা নাহি যায় পোশাকের আড়ালে তার।
            কেউ সাধুর ভেক ধরে করে যায় চুরি;
         কেউ চুরির টাকায় নিরন্নকে বিলায় খিচুড়ি।
                এ জগতে হায়, মানুষ চেনা দায়;
        চেনা মানুষ অচেনা হয়, যদি স্বার্থে বাধা পায়।
            স্বার্থের দুনিয়াটায়, কেহই মানে না পোষ;
          কখনোই খুলতে পারবেনা, মানুষের মুখোশ।
                    তারিখ: ১২-০৪-২০২৩ ইং;