কতকাল কেটে গেল হিসেব নেই তার;
ধ্বনিত হচ্ছে ক্রন্দন বন্দী আত্মার।
লক্ষ্য জনের মাঝে আমি একা;
অন্ধকারে খোঁজি পাইনা কারো দেখা।
কোনো এক কোঠরে বন্দিত্ব করেছি বরণ;
হবে না অবসান না এলে মরণ।  
কবরের মতো নিস্তব্ধ নীরব;
বন্ধ আলো বাতাস পানি অক্সিজেন সব।  


ধূসর মরু প্রান্তর ধু ধু বালুকা বেলা;
কেমনে দিব পারি একেলা?
উত্তপ্ত সূর্য্য তপ্ত বালুকা পদতলে;
পথ হারালে জীবন বিফলে।
প্রাণহীন এ বন্ধুর পথ;
পদে পদে ওৎ পেতে রয়েছে বিপদ।
নিঃসঙ্গতা করছে ভর এ জীবনে;
একা একা চলবো কেমনে লক্ষ্যের পানে?
তারিখ: ২২-০-২০২৪ ইং;