চৈত্রের নির্জন দুপুর, চারদিক খাঁ খাঁ রোদ্দুর;
       নেই প্রাণের চিহ্ন, চোখ যায় যতদূর।
    দূর বনে পাতার আড়ালে, লুকিয়ে দেহখানা;
         ক্লান্ত স্বরে একটি ঘুঘু, করছে কান্না।
  চৈত্রের তাপদাহ থেমে গেছে, রাখালী বাঁশির সুর;
      ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছে, পথের কুকুর।
        মহিষের দল, ডুবে আছে নদীর জলে;
    ঘাটের মাঝি প্রহর গুনছে, বসে নদীর কূলে।


একা ঘরে আমি, রুক্ষ প্রকৃতির, নিস্তব্ধ পরিবেশে;
         ঘামছি বসে, পাখার গরম বাতাসে।
  এমনি সময়ে কে নাড়িল কড়া, দরজায় আমার?
         বিরক্তি নিয়ে খুলিলাম, দরজা এবার।
চমকিয়ে দেখি, দাঁড়িয়ে আছ তুমি দরজার ওপারে;
  মুহূর্তে শীতল হাওয়া বয়ে গেল, আমার শারীরে।
             নির্জন দুপুর হয়ে গেল মুখর;
   আমার হৃদয় বীণায় উঠিল বাজিয়া, নতুন সুর।
              তারিখঃ ১৩-১২-২০২২ ইং;