টেকনাফ থেকে তেতুলিয়া,
এন্টার্কটিকা থেকে সুদূর সাইবেরিয়া,
খুঁজে ফিরেছি বহু বছর পাইনি ভালোবাসা।


দিল্লি আগ্রা ইরান রোম লন্ডন,
প্যারিস মস্কো বেইজিং ওয়াশিংটন;
অনেক ঘুরে দেখলাম মিঠেনি মনের আশা।


আশিটি বছর ফিরেছি নানা প্রান্তর;
অতৃপ্ত রয়ে গেছে তবুও আমার অন্তর।
গুমড়ে মরেছে আশা মেটেনা মনের পিপাসা।


পঞ্চাশ বছর একঘরে বসবাস;
তারপর যদি বন্ধ হয়ে যায় নিঃশ্বাস।
লাশের পাশে রাত কাঁটা দায় হায়রে ভালবাসা।


গরু মুরগি ভালোবাসে মুসলমান;
শুকুর ছাগল খুব ভালোবাসে খ্রিস্টান।
কেটে খাবে মজা করে এটাই তো ভালোবাসা।


কর্মচারীগণ ভালোবাসেন প্রতিষ্ঠান;
প্রতিষ্ঠানের তরে দিবানিশি করেন জয়গান;
বেতন বন্ধ মাত্র এক মাস নির্বাসন মিষ্টি ভাষা।


দেশের প্রজারে ভালোবাসে রাজা,
খাজনা না দিলে তাদের কঠিন সাজা।
টাকা বিনে ভালোবাসা মিছে আশা হয়না খাসা।


ভালোবাসা স্বার্থের আবরণে ঢাকা,
স্বার্থ পূরণ না হলে ভালোবাসা ফাঁকা।
ভালোবাসা নয় কোন ছেলে ভুলনো বাতাসা।


ভালোবাসি ভালোবাসি বলে অহর্নিশি,
সন্ধ্যার ভালোবাসা নিশি ফুরালেই বাসি।
বিশ্ব ঘুরেও মেলেনি সত্যিকারের ভালোবাসা।
তারিখ: ১২-০৭-২০২৩ ইং;