দু’নৌকায় দিয়ে পা কেমনে দিবে পারি!
নৌকা যাবে দু’দিক মাঝখানে বারি।  
গভীর সমুদ্র মাঝে যাবে ডুবে দেহখানা;
ভাগ্যে ঘটবে কি নেই তো জানা।
অথৈ জল হাঙ্গর কুমির ভরা;
তোমায় নিয়ে কাটবে সবাই ছড়া?  
সুন্দর দেহখানা হতে পারে তাদের নাস্তা;
নিজের উপর না যদি থাকে কোন আস্থা।


বাঁচতে চাইলে স্থির লক্ষ্যে সামনে যাও;
মনের সুখে ভাটিয়ালি গাও।
শক্ত হাতে তুলে বাঁধ নৌকার পাল;
দৃঢ়তার সাথে ধর হাল।
ঝড়-ঝঞ্ঝা পাড়ি দিতে হবে সক্ষম;
চলবে সম্মুখ পানে পথ যতই হোক দুর্গম।
লক্ষ্য যদি থাকে তোমার স্থির;
পাবে তুমি তীর হয়তো হবে কিছুটা ধীর।  
তারিখ: ০৯-১২-২০২৩ ইং;