নর-নারীর ভালোবাসা,
                      সেটাও এখন পণ্য;
সের দরে কেনাবেচা হয়,
                ভাবো দেখ কী জঘন্য!!


মনের সাথে নেই যোগ,
               ভালোবাসার নামে ভোগ;
সকালে প্রেম বিকালে বিছানা;
     এটা কী প্রেম নাকি প্রেম রোগ!!


দেহের সাথে দেহের মিলন,
             পড়ছে না মনে কোন দাগ;
ব্রেকআপে নেই দুঃখ ব্যথা,
       নেই কারো সাথে কারো রাগ!!

নগদ যা পাও হাত পেতে নাও,
             বাকীর খাতায় শূন্য থাক।
এটাই এ যুগের হিসাব নিকাশ;
     স্পষ্ট কথা নেই কোন রাগঢাক!!


ভোগের সংস্কৃতিতে বসবাস,
            মানুষ আর পশু একাকার;
কেউ ধারে না কারো ধার,
      এটাই হাল আধুনিক সভ্যতার!!

ভেবে কি দেখা হয়েছে কভু,
           ভোগের সংস্কৃতির পরিণতি;
আগামী প্রজন্ম কী শিক্ষা পেল,
    কি ভয়ংকর হবে তাদের দুর্গতি!!!  
তারিখ; ১৮-১০-২০২৩ ইং;