.            ছেলেটি দাঁড়িয়ে থাকে রাস্তার ধারে;
          কলেজ যাওয়ার পথে প্রত্যহ দেখি তারে;
          তাকিয়া থাকে, চোখে নিয়ে অপলক দৃষ্টি;
              বুঝিনা, মনে তার চলছে কি সৃষ্টি।
                 মুখে তার নেই কোন ভাষা;
           জানিনা, মনে আছে কিনা কোন আশা?


            প্রথম দিকে কোন পাত্তা দেয়নি তারে;
       ধীরে ধীরে তার ছবি আঁকা হয় মনের মাঝারে।
              দু'টি চোখ তার গভীর মায়া মাখা;
       পৌরুষদীপ্ত চেহারা মনে হয় শিল্পীর ছবি আঁকা।
            অবসরে আনমনে তারি ছবি মনে ভাসে;
        চকিতে মনে পড়ে, সে আছে মোর আশেপাশে।


         মায়ের নির্দেশ ছিল আনত নয়নে পথ চলতে;
         শক্ত বারণ ছিল কারো সাথে কথা না বলতে।
               অবাধ্য চোখ মানে না মায়ের বারণ;
            সেখানে গেলে সরে যায় বাধার আবরণ।
                  চলতে চাহেনা চরণ দু'খানা;
        চোখে চোখে হয়ে যায় সব কথা, মানে না মানা।

         টকটকে লাল গোলাপ হাতে দাঁড়ালো সম্মুখে;
            ভ্যালেন্টাইন দিবসে সাহস নিয়ে বুকে।
             কম্পিত হাতে গোলাপটি নিলাম তুলে;
        এত দিনের বাধার প্রাচীর নিমিষে গেলাম ভুলে।
              যদিও হয়নি বিনিময় মুখের ভাষা;
         উথুলিয়া উঠিল হৃদয়ে, সঞ্চিত ভালোবাসা।
                   তারিখ: ০৫-০৩-২০২৩ ইং;