.             ভালবাসা বোঝেনা অংকের ভাষা;
            সব ভালবাসায় থাকে না পাবার আশা।
             রক্তের সম্পর্ক হৃদয় করে তোলপাড়
         যৌবনে ভালোবেসে নেয়, একে অন্যের ভার।
             বৈবাহিক সূত্রে দৃঢ় হয় হৃদয়ের বন্ধন;
           মাঝে মাঝে বিনা কারণে বাঁধা পড়ে মন।


                    সম্পর্কহীন ভালোবাসা;
           বোঝে না যুক্তি, বোঝেনা অঙ্কের ভাষা।
              একবার জড়ালে ফিরে আসা দায়;
             শিকড় তার মনের গভীরে চলে যায়।
               এখানে থাকে না পাবার আশা;
              থাকে শুধু স্বর্গীয় এক ভালোবাসা।


                এ ভালোবাসা বড়ই ক্ষুরধার;
         দিন, রাত, বয়স, সময়, হয়ে যায় একাকার।
               আবেগের জোরে ভেসে যায় মন;
                  পর হয়ে যায় অতি আপন।
              মানুষের মন বড়ই জটিল উপপাদ্য;
            তারে বুঝতে পারা, সত্যিই বড় দুঃসাধ্য।
                  তারিখ: ১২-০৩-২০২৩ ইং;