প্রেমিক প্রেমিকার মন আবেগ ভরা জীবন;
প্রেমের উত্তাল সাগরে করে অবগাহন।
আদর্শনে পাগল ঝরে অশ্রু জল;
মনে হয় না পেলে জীবনটাই হবে বিফল।
আবেগের কাছে বিবেকের বলিদান;
রঙ্গিন চশমা দিয়ে দেখে পৃথিবীর বাগান।
সবকিছু মনে হয় রঙ্গিন যদিও তা’ সঙ্গীন;
পায় না খামতি ফুচকা খেয়ে কাটে দিন।
বিয়ের পরে প্রকট হয় বাস্তবতা;
নিশিদিন একসাথে থাকা হয় নানা কথা।
ফুচকা চটপটিতে চলে না তো সংসার;
ভাত কাপড় সহ বইতে হয় বহু কিছুর ভার।
করতে হয় রোজগার কমতে থাকে অবসর;
কর্তব্যের পরাকাষ্ঠা প্রেমিক স্বামী হয় পর।
আগের প্রেমিক মানুষটা যায় হারিয়ে;
চাওয়া-পাওয়ার অমিলে কেঁদে ওঠে হিয়া।
প্রেমিক আর স্বামী দু’টি সত্তা আলাদা;
মেলাতে গেলেই বিপত্তি বাঁধবে শুধুই বাঁধা।
তারিখ: ২৪-০৫-২০২৫ ইং;