নিম্নবিত্তের  অর্থ কম, ছোট্ট বাজেট;
এ টাকাতেই ভরতে হবে সবার পেট।
তাদের নেই, লোক দেখানো ফুটানি;
ফুটপাতে জমবে, তাদের বাজার খানি।


সাশ্রয় মূল্যে, চলে পছন্দের কেনাকাটা;
সবার একটা করে হলেই, ভরে মনটা।
দরিদ্র হলেও মনখানা নয়, তাদের দুষ্ট;
তাইতো অল্পতেই হয়ে যায়, সবাই তুষ্ট।


একটি নতুন জামা পড়বে ঈদের দিন;
ছোট্ট শিশুর মনে, বাজছে খুশির বীণ।
জামাটি লুকিয়ে রাখে বাক্সের ভিতর;
সন্তানের মতই করে, সেটাকে আদর।


যদিও ছোট-খাট তাদের বাজেট খানা;
তবুও খুশিতে ভরে থাকে মন আটখানা।
ঈদকে তারা করে, বেশি বেশি উপভোগ;
তাদের মাঝেই সত্যিকারের আনন্দ যোগ।
    তারিখ: ১৬-০৪-২০২৩ ইং