.          দেশটির নাম চায়না নেই কোন বায়না;
                     সস্তায় বানায় গয়না;
           ইলেকট্রনিক্স আর নানা রঙের খেলনা;
                   দাম অল্প নয় ফেলনা।
                 আমেরিকা করে হায় হায়;
                চীনাদের কাছে বুঝি মান যায়।  
             দখলে নিয়েছে আমেরিকার বাজার;
          এবার বুঝি চীনাদের কাছে পাবেনা পার।


           নহে আমেরিকা যেতে হবে এবার চীন;
                অল্প খরচে বানাব আলপিন।
              ছোট বড় সব জিনিস বানায় তারা;
       দেশের উন্নতি সম্ভব নয় চীনা টেকনিক ছাড়া।  
                   আমাদের আছে জনবল;
                    চীনের আছে নানা কল।
               চায়না কলে করব প্রোডাকশন;
            সস্তায় কিনবে তা' আমাদের জনগণ।


           ঘরে ঘরে বানাবো একটা করে কারখানা;
                 সবাই করব কাজ নেই মানা।
                দেশের পণ্য সবাই বলবে ধন্য;
              উৎপাদন বিনে থাকবে না চিন্তা অন্য।
              দেশের প্রোডাক্ট যাবে দুনিয়া জোড়া;
           ছুটতে থাকবে বাংলার উৎপাদনের ঘোড়া।
               মেড ইন চায়না যাবে মানুষ ভুলে;
              বাংলাদেশ ভরে উঠবে ফুলে ফুলে।
                 সবাই বলবে তখন বেশ বেশ;
          পৃথিবী সেরা প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ।
                    তারিখ: ০৬-০৮-২০২৩ ইং;