ছোট্ট বুকে সঞ্চিত এতটুকু ভালবাসা;
মিটিবে কী জগৎ সংসারের পিপাসা?
কতটুকু গভীরতা রয়েছে সেই  বুকে?
যে ভালোবাসায় স্নান করে রবে সুখে?


ছোট্ট বুকের গভীরে জমানো ভালবাসা;
তা দিয়ে কী গড়া সম্ভব সুখের বাসা?
এ ভালবাসায় সিক্ত হবে ক'জনার মন?
বিশ্বজগৎকে করতে পারবে কি আপন?


আছে স্কেল করবে ভালবাসা পরিমাপ?
কোথায় থাকে ভালবাসা মনে না স্বভাব?
তোমার সম্মুখে রয়েছে যে বিশ্ব চরাচর;
ভালোবাসার জন্যই  হয়ে আছে অমর।


পরিমাপ করা যাবে মহাসাগরের জল;
কখনই পাবেনা খুঁজে ভালবাসার তল।  
অকাতরে মাতা জীবন দেয় সন্তান তরে;
কতটুকু ভালবাসা ঐ ছোট্ট বুকে ধরে।  


বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি বিধাতার ভালবাসা;  
পূরণ হয়েছে কিনা তার মনের আশা!
কেমনে তুমি করবে বর্ণনা ভালবাসা;
বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে পাবে কি এমন ভাষা!


কলমে কর রূপান্তর বৃক্ষরাজি সকল;
কালি বানাও সাগরে আছে যত জল,
পুরো বিশ্বব্রহ্মাণ্ডটা যদি বানাও খাতা;
তবু হবেনা লেখা ভালবাসার সব পাতা।  


করবে বিচার ভালোবাসা দিয়ে যুক্তি;
বাড়বে শুধুই বিভক্তি পাবে না মুক্তি।
যুক্তি-তর্ক বিদ্যা-বুদ্ধি যাবে রসাতল;
তবু পাবেনা খুঁজে ভালোবাসার তল।

ছোট্ট বুকের এ ভালবাসার বিশালত্ব;
হবেনা সমান যদি বিলাও পুরো রাজত্ব।
বিধাতার দান ভালবাসা মনের ভাব;
ত্রিভুবনে কে আছে করবে পরিমাপ!!
তারিখ: ০৫-১১-২০২৩ ইং;