বর্তমান যান্ত্রিক সভ্যতার ফসল;
ফুলে উঠছে মহাসাগরের জল।
সবুজ পৃথিবী হয়ে পড়ছে বিপন্ন;
বসবাস কঠিন হচ্ছে প্রাণীর জন্য।


যন্ত্রের অতিরিক্ত কার্বন নিঃসরণ;
ডেকে আনবে প্রাণীকুলের মরণ।
ক্রমাগত বাড়ছে পৃথিবীর উষ্ণতা;
বিশ্ব মোড়লদের নেই মাথা ব্যথা।


ওজন স্তরে হচ্ছে মারাত্মক ক্ষতি;
অতিবেগুনী রশ্মি বাড়াচ্ছে দুর্গতি।
সাধের পৃথিবী অযোগ্য বসবাসের;
উদ্যোগ নেই কার্বন হ্রাস করনের।


পৃথিবীর উষ্ণতার ক্রমাগত বৃদ্ধি;
নষ্ট হবে পৃথিবীর আগামী প্রবৃদ্ধি।
এন্টার্কটিকার বরফ গলে জল;
সাইবেরিয়া হিমালয় একই ফল।


সাগর তলে পৃথিবীর বিশাল অংশ;
সাথে বহু প্রাণীর অনিবার্য ধ্বংস।
জীব বৈচিত্রের মারাত্মক বিপর্যয়;
বাসস্থান খাদ্যাভাবে মানুষ অসহায়।


এখনই জরুরী উদ্যোগ দরকার;
নইলে থাকবে না সময় কিছু করবার।
সৃষ্টির সেরা জীব এবার প্রমাণ চাই;
সবাই কার্বনকে করতে হবে বাই বাই।
তারিখ;১৫-১০-২০২৩ ইং;