সুরঞ্জনা, বড় অবেলায় আবার হল দেখা;
সারাটা জীবন কাটিয়ে দিলেম একা।
শুনেছি, বহু ঘাটে ফেলেছিলে নোঙ্গর;
জল কেলির সাথী ছিল, বহু তিমি, হাঙ্গর।
তোমার ঘরে সদা জ্বলত, রংবেরঙের বাতি;
আমি একা করেছি পার, আঁধার রাতি।
প্রতি রাতে তুলেছো শ্যাম্পেনের ফোয়ারা;
আমি ছিলেম ঝড়ের পাখি, নীড়হারা।


একি হয়েছে আজ তোমার চেহারার হাল;
গানের সুর আজ বড়ই বেতাল।
পারনে সাদামাটা ঢাকাই শাড়ি;
কোথায় তোমার লেটেস্ট মডেলের গাড়ি?
আড়ষ্ট দু'টি পা ধরণী পরে চলিতে নাহি চায়;
ফ্যাকাশে মুখায়ব, বড় হতাশায়।
শ্যাম্পু হীন উসকো খুশকো চুল;
খোঁপায় জড়ানো কোথা সেই বেলি ফুল!


আগের জৌলুসের লেশমাত্র নেই চেহারায়;
দীনহীনার মতো লাগছে আজি তোমায়।
শুনেছি, মরণব্যাধি দিয়েছে হানা;
কতকাল বইতে পারবে ভার, নেই জানা।
চলে গেলে ফেলে, যৌবনের প্রারম্ভে;
স্বপ্নে বিভোর হয়ে দিয়েছিলে পারি, সদম্ভে।
বড় অবেলায় নাড়লে কড়া আমার দ্বারে;
ক্যামনে ফেরাই তোমায়, আজিকা এ আঁধারে!
তারিখ ৩০-০৩-২০২৩ ইং;