স্মৃতিরা বড়ই চঞ্চলা মানে না কোন মানা;
সময়ে অসময়ে মন মাঝে দেয় হানা।
অবসরে একলা ঘরে মগজে করে ভর;
চলচ্চিত্রের সম চলতে থাকে তা পরপর।
শৈশব থেকে অদ্যাবধি চলে নিরবধি;
সাধ্য আছে কার থামাতে পারে সে গতি।


সুখের স্মৃতিরা মন মাঝে দেয় দোলা;
ফিরে পেতে মন হয় উতলা।
ক্ষণিকের তরে আনন্দে ভেসে যায় মন;
সুখ সাগরে করি অবগাহন।  
ভীর করে আসে হাজার জন;
যায় না ভোলা প্রথম দেখার শুভক্ষণ।


দুঃসহ স্মৃতিগুলো ভিড় করে বারে বারে;
কোনভাবেই তাড়ানো যায় না তারে।
ভুলতে চাইলেও যায়না ভোলা;
অমোচনীয় কালীর দাগ যায় কি তোলা?
বুকের মাঝে উঠে তোলপাড়;
হাজার চেষ্টায় সরে না দুঃসহ স্মৃতির ভার।
তারিখ: ২৬-০১-২০২৪ ইং;