নারী আর পুরুষ একটি বৃন্তে দু’টি ফুল।
    একের ভুলে অন্যের ভাঙ্গে কুল।
       দিতে হয় মস্তবড় মাশুল;
      উলট পালট জীবন হুলস্থুল।
   মুহূর্তে কালো মেঘে ঢাকে আকাশ;
বন্ধ অক্সিজেন চলতে চাহে না নিঃশ্বাস।


দু’জনের দ্বন্দ্বে পরিবারে উঠে বৈশাখী ঝড়;
   ঝড়ের অঘাতে ভেঙ্গে যায় সুখের ঘর;
      সন্তান হারায় বাঁচার অবলম্বন;
       ঘরটাকে মনে হয় গহীন বন।
দু’জনেই হারিয়ে ফেলে পথের ঠিকানা;
হালহীন নৌকা গন্তব্য কোথায় নেই জানা।

নারীর স্নেহ ছোঁয়া পুরুষ পায় বাঁচার আশা;
  পুরুষ সান্নিধ্যে নারী খুঁজে পায় ভাষা।
      দোঁহে মিলে গড়ে অমরাবতী;
      যদি থাকে দু’জনের সুমতি।
   কুঁড়ে ঘরে নেমে আসে স্বর্গীয় সুখ;
যদি একজন তরে অন্য জন থাকে উন্মুখ।
তারিখ:  ২৮-০৪-২০২৪ ইং;