বৈশাখের দুপুর, মেঘ মুক্ত আকাশ;
রুক্ষ প্রকৃতি ছড়াচ্ছে উষ্ণ নিঃশ্বাস।
নিস্তব্ধ প্রকৃতিতে বায়ু প্রবাহ বন্ধ;
প্রাণীকুল হারিয়েছে স্বাভাবিক ছন্দ।


সূর্যটা ছড়িয়ে দিচ্ছে আজ, অগ্নি বৃষ্টি;
নিশ্চিহ্ন করে দেবে বুঝি, তামাম সৃষ্টি।
খুলে গেছে হাবিয়া দোজখের দ্বার।
পুড়ে যাচ্ছে সবকিছু, শুধু হাহাকার।


ক্লান্ত কাকেরা নিশ্চুপ, গাছের ডালে;
পাখিরা ঘুমাচ্ছে পাতার আড়ালে।
কৃষাণরা বৃক্ষ ছায়ায় নিচ্ছে বিশ্রাম;
আগুনের হলকা চারদিকে অবিরাম।


তৃষ্ণার্ত পথিক করছে পান, ঠান্ডা জল;
গলা জলে ডুবে আছে মহিষের দল।
বৈদ্যুতিক পাখার বাতাস লাগছে উষ্ণ;
জন জীবন উষ্টাগত আর অসহিষ্ণু।


এসি রুমে অবস্থান শরীর করে ঠান্ডা;
লোডশেডিং হলে ভারাক্রান্ত হয় মনটা।
এটা থেকি বাঁচার স্থায়ী উপায় হল বৃষ্টি;
এক পশলা বৃষ্টিতে, ঠান্ডা তামাম সৃষ্টি।
       তারিখ: ১৬-০৪-২০২৩ ইং;