মধ্যবিত্ত শ্রেণীটা বড়ই বেমানান;
কাজের চাইতে বেশি করে ভান।
মধ্যবিত্তের সাধ্যের চেয়ে সাধ বড়;
সংকোচে তারা থাকে জড়সড়ো;


বাজেট তাদের একেবারে সীমিত;
উপায় থাকে না করতে তা স্ফীত।
সীমিত বাজেটেই ঈদের বাজার;
তাই দোকানে ঘুরতে হয় বারবার।


সকল ক্ষেত্রেই বাজেটে ঘাটতি;
পকেটে অর্থ যোগান নেই বাড়তি।
বাড়ির কর্তাটির ভাগ্য খারাপ;
সবার কেনার পর পকেট ছাপ।


কর্তা বলে পুরাতন জামা সুপার;
এটা দিয়েই এবার হবে ঈদ পার।
সবার মুখে ফুটল হাসি এবার;
এটাই মধ্যবিত্তের ঈদের বাজার;
    তারিখ: ১৫-০৪-২০২৩ ইং;