দেশে চলছে যুদ্ধ যুদ্ধ খেলা,
                      জীবনের চরম অবহেলা;
যুদ্ধের দোহাই দিয়ে হরিলুট,
                   ছুটে চলছে মুনাফার ভেলা।


ব্যবসায়ীদের এখন পোয়াবার,
                 এক টাকার মাল তিন টাকা;
ক্রেতা আপত্তি করলে বলে তারা,
                যুদ্ধে দেখেন দোকান ফাঁকা।


রিক্সাওয়ালাও আছে ভালো,
                      রিক্সা ভাড়া ডাবল তার;
ধনীদের আছে টাকার পাহাড়,
                  তাদের জন্য এটা নয় ভার।


ঘুষখোর কর্মকর্তা আছে যারা,
                        করে না তারা নড়াচড়া;
জিনিসের দাম যতই বাড়ুক,
                       তাদের আছে পেট ভরা।


দ্রব্যমূল্য এখন আকাশ চুম্বি,
                           মধ্যবিত্তের নাভিশ্বাস;
এক টাকাও বাড়েনি আয়,
                জীবন নিয়ে চলছে হাঁসফাঁস।


বাজেটে চলছে এখন কাটাছাট,
                  বেড়ে গেছে বউয়ের ঝামটা;
মাছ-মাংসের বদলে তারা এখন,
                       ডাল ভাতে সারে কামটা।


মেটেনা ছেলে-মেয়ের আবদার;
                          মিথ্যা আশ্বাস বারবার;
জীবনটা এখন তাদের অনেক ভার,
                        শক্তি নাই বহন করবার।
            তারিখ: ০৫-০৩-২০২৩ ইং;