.    কৃষক করে চাষ, ফড়িয়া খায় ফলের শাঁস;
         তাইতো কৃষকের দুঃখ বারো মাস।
                  ঘামে ভেজা শরীর;
              গ্রীষ্মের দাবদাহে অস্থির।
       ঘন বরষা মাথায় নিয়ে ফলায় ফসল;
       জোটেনা ন্যায্য মূল্য শুধুই চোখে জল।


      দিনান্ত পরিশ্রম হয় না শোধ জীবনে ঋণ;
         আধ পেট খেয়ে কাটে কৃষকের দিন।
                ফল তরকারি ওঠে ঘরে;
               কৃষকের মন খুশিতে ভরে।
         এদেশের কৃষক ভাই মস্তবড় বোকা;
      পরিশ্রমের ফসল প্রতিনিয়ত খায় পোকা।


      ছয় মাস পরিশ্রম করে জোটে দশ টাকা;
        ফড়িয়ার বিশ ভোক্তার পকেট ফাঁকা।
                 এটাই নিয়তির বিধান;
                 পাবেনা খুঁজে সমাধান।
         গাধা সারাদিন ভার বয় খেটে মরে;
     ছোলা বুট জোটে না সব যায় ঘোড়ার ঘরে।
             তারিখ: ৩০-০৬-২০২৩ ইং;