শিক্ষকের ওঠে না ভাতের হাড়ি;
কেরানির আকাশ চুম্বী  বাড়ি।
থাকলে টাকা-কড়ি সম্মান ভারী;
টাকা-কড়ি নাই পাছায় বাড়ি।


যে খায় ঘুষ সবাই করে স্যালুট;
লাইন ধরে মুছে দেয় পায়ের বুট।
বিয়ের বাজারে সে সেরা পাত্র;
যদিও ছিল ক্যাব বেঞ্চের ছাত্র।


মানিব্যাগটা যার ওজনে ভারী,
আর আছে নিউ মডেলের গাড়ি;
অভিজাত এলাকায় মস্ত বাড়ি;
পিছনে ঘুরছে তরুণী সারি সারি।


পড়ালেখায় ভালো পকেট ফাঁকা;
চাকরি ভালো নেই উপরি টাকা।
তার পিছনে হায় একজনও নাই;
কাছে এলে সুন্দরী বলে বাই বাই।


আছে টাকা করে নেশা ছেলে খাসা;
ইংরেজিতে বলে কথা সুন্দর ভাষা।
ক্যাসিনো সম্রাট অনেক ঠাট বাট;
সাধু! সাধু!! দখলে খেলার মাঠ।


'সোনার' ছেলে মেয়ের জন্য চাই;
পেছনে পয়সা খরচে দ্বিধা নাই।
দুই দিনে হয়ে যাবে সে বড় নেতা;
উঁচু থাকবে তার মাথা যাবে যেথা।


পকেট খানা যদি থাকে ফাঁকা;
তার মত নেই কেউ আর অভাগা।
গৃহিণীর রুদ্রমূর্তি যায়না দেখা।
কথার বান ঝাঁটার বাড়ি ভাগ্য লেখা।


কাজ নাই লেখে তাই কবিতা;
সমাজের কাছে বেকার সবি তা।
ছেঁড়া চটি সস্তা পাঞ্জাবি গায়;
কবি দেখলে সবার হাসি পায়।


টাকা নাই ভারি ভারি বলে কথা;
আয় রোজগার নেই দেখায় সততা।
আদর্শ নির্বাসনে নেই তার ভাত;
সকাল বিকাল বলি 'টাকা জিন্দাবাদ'।
   তারিখ: ১৯-১২-২০২৩ ইং;