.      মানুষ তো মানুষ নেই মানুষ টাকার মেশিন;
           টাকা কামিয়ে কাটছে মানুষের দিন।
                 ভেঙ্গে যাচ্ছে যৌথ পরিবার;
           এক টেবিলে একসাথে হয় না আহার।
           খানাপিনার সাথে টেবিলে বসে গসিপ;
               বহু আগে চলে গেছে সে নসিব।
            এক বাসায় বসবাস পিতা-মাতা ভাই;
          কারো সাথে কারো কথা বলার সময় নাই।


         মানুষ তো মানুষ নেই মানুষ টাকার মেশিন;
           শিক্ষকের নিকট ছাত্রের নেই কোন ঋণ।
            টাকায় পরিমাপ ছাত্র শিক্ষক সম্পর্ক;
           নহে এটা গ্রহণযোগ্য হতে হবে সতর্ক।
               কেমনে তৈরি হবে নৈতিকতা;
               তাইতো বিসর্জন আজ সততা।
              জ্ঞান বিতরণ এখন একটা ব্যবসা;
          চমকে যাই যখন দেখি শিক্ষার এহেন দশা।


          মানুষ তো মানুষ নেই মানুষ টাকার মেশিন;
                টাকার কাছে মানুষ আজ পরাধীন।
                   বেড়ে গেছে মানুষের ব্যস্ততা;
              সময় নেই কারো শুনতে অন্যের কথা।
             মানুষের সম্মানের মাপকাঠি এখন টাকা;
               টাকা ছাড়া জীবনের সব দিক ফাঁকা।
                 টাকার কাছে বিক্রি মূল্যবোধ;
             জীবনের মূল্য কে করবে পরিশোধ?
             জানিনা ফিরবে কি কোনদিন সুদিন!
          মানুষ তো মানুষ নেই মানুষ টাকার মেশিন।
                  তারিখ: ০১-০৭-২০২৩ ইং;