.         জেমস ওয়ার্ডের বাষ্পীয় শক্তির উদ্ভাবন;
                   মানুষের যন্ত্র যুগে পদার্পণ।
                 যন্ত্র বাড়িয়ে দিয়েছে কর্মের গতি;
                       লাঘব করেছে দুর্গতি।
            ক্রেন দিয়ে ভারী বস্তুর সহজ উত্তোলন;
                 কত সহজ করেছে কর্ম জীবন।
                   মোবাইল ফোনের সংযোগ;
           কত উচ্চতায় গেছে মানুষের যোগাযোগ।
                     দ্রুতগতির যানবাহন;
           ছোট করে আনছে পৃথিবী, বাড়ছে বিপণন।


         এখনো কলকাতায়, টাঙ্গা টেনে যাচ্ছে মানুষ;
            মানবতার চরম পরাজয়, তবু নেই হুশ।
               বাবু রয়েছেন বসে টাঙ্গার উপরে;
       কঙ্কালসার ক্ষুদার্থ মানুষ টানছে তারে দুপুরে।
                   রিক্সাওয়ালার কষ্ট হায়;
          এসি গাড়িতে বসে কী বোঝা যায়?
              মাথার ওপরে রোদ, বৃষ্টি, ঝড়;
               ক্ষুধা তৃষ্ণায় বুক করে ধরপর।
         চলতে চায় না কঙ্কালসার বৃদ্ধ শরীরখানা;
       ঘোরাও জোড়ে প্যাডেল, যাত্রী শোনেনা মানা।


         রিক্সার প্যাডেল ঠেলার কষ্ট লাঘবের তরে;
                 লাগালো মোটর রিক্সার পরে।
         এসি গাড়িতে বসে বাবুর মাথা হল গরম;
         রিক্সাওয়ালা বেটা সুখে থাকবে, কী শরম!
       বাবুর সাথে দিলো যোগ টেম্পু, সিএনজি, বাস;
         রিক্সার গতি বাড়লে, তাদের আয় হবে হ্রাস।
         নগর পিতা, আমলা, মন্ত্রীরে বোঝাল তারা;
             দুর্বল ব্রেক, তাই বন্ধ এর ভাড়া।
                    ব্রেক যদি হয় দুর্বল;
        ইঞ্জিনিয়ার নিশ্চয় করতে পারবে তা' সবল।


        মাথাব্যথা, তাই কেটে ফেলো মাথা খানা;
          হবু চন্দ্র রাজার এ কথা সবার জানা।
          দুর্বল ব্রেক মেরামতের উদ্যোগ নাই;
       তার চেয়ে যন্ত্র চালিত রিক্সা বিদায় জানাই!
          রিক্সাওয়ালার জন্মই তো আজন্ম পাপ;
        ঘোরাতেই হবে প্যাডেল, নেই কোন মাপ।
       ছোটলোক হয়ে জন্ম, করতে হবে পরিশ্রম;
              রিক্সায় যন্ত্র লাগানো, বিরাট ভ্রম।
       যন্ত্র চালিত রিক্সা, অতি দ্রুত করো বিদায়;
   নইলে ইজ্জত যাবে, আসন নিবে মোদের সভায়।
              তারিখ: ২৫-০৪-২০২৩ ইং;