.       সামনে দৌড়ে চলছে এক যুবক;
             পিছনে অসংখ্য লোক।
         সবাই বলছে ব্যাটা পকেটমার;
         ধর ধর ব্যাটার নেই আজ নিস্তার।
          আনমনে হাঁটছিল এক যুবক;
      কোন কিছুতেই ছিল না তার উৎসুক।
       পকেটমার আচমকা তার পকেটে,
       মানিব্যাগ ঢুকিয়ে দিয়ে পরে কেটে।


     জনতা দৌড়ে এসে যুবককে ঘিরে ধরে;
       পকেট থেকে মানিব্যাগ উদ্ধার করে।
                 আর যায় কোথায়?
     কিল ঘুষি পড়তে থাকে শরীরে মাথায়।
         অসহায় যুবক কিছু বলতে চায়;
      কিন্তু কথা বলার সময় কোথায় পায়।
         মারের চোটে মাটিতে পড়ে যায়;
        কিল ঘুষি লাথি সমানে চলছে হায়।


      কিছুক্ষণেই দেহখানা হয়ে পড়ে নিথর;
          তবু চলে লাথি শরীরের ওপর।
          নড়াচড়া বন্ধ কেটে পরে জনতা;
         চিরতরে বন্ধ যুবকের জীবন কথা।
          পুলিশ এসে উদ্ধার করে লাশ;
        জানা যায় ভার্সিটি হলে তার বাস।
         দরিদ্র পরিবারের মেধাবী সন্তান;
           নাম ছিল তার সাইফুজ্জামান।


         টিউশনি করে ফিরছিল সে হলে;
      জনতার উচ্ছ্বাসে জীবন গেল বিফলে।
         ঘোচাবে দারিদ্র্য মনে ছিল আশা;
            আশা আর পেলোনা ভাষা।
              হারিয়ে গেল বুকের ধন;
     কেমনে সইবে দরিদ্র পিতা-মাতার মন।
               জানিনা কার অভিশাপ;
    না ফুটিতে ঝরে গেল একটি লাল গোলাপ!
             তারিখ: ২৫-০৬-২০২৩ ইং;