সুর সংগীত নাড়া দেয় মানুষের হৃদয় মাঝে;
সুরের মূর্ছনা ঝংকার তোলে সকাল সাঁঝে।
মন মাঝে সৃষ্টি কারে দ্যোতনা;
অসুরের মাঝেও সৃষ্টি করে সুরের মূর্ছনা।
সুর সংগীত কালের আবর্তে যায় না বাঁধা;
তাই তো হয়না পুরাতন কৃষ্ণ রাধা।
শ্যামা সংগীত আজও মনকে করে আনচান;
আনন্দে ভরে মন ডেকে আনে খুশির বান।
লালন আর হাছন রাজা যায়নি হারিয়ে;
এখনো তাদের বুকে তুলে নেই দু'হাত বাড়িয়ে।


কাঁটাতারের বেড়ায় সুর সঙ্গীত যাবেনা রোখা;
চেষ্টা করলে বলবে লোকে বোকা।
মাইকেল জ্যাকসন বসত ছিল তার
সাত সমুদ্র তের নদী অপর পার।
দুনিয়া ছেড়ে চলে গেছে বহু আগে;
এখনো সদা-সর্বদা সে হৃদয় মাঝে জাগে।
ভাষার গণ্ডিতেও যায় না বাঁধা সুর সংগীত;
ইমানুয়েল ম্যাক্রোঁ আনন্দের বাসায় উপস্থিত।
শতাব্দি হয়ে যায় পার;
তবুও রবীন্দ্র নজরুলের বাতি তাড়ায় আঁধার।


সুর সংগীত অমর সৃষ্টি ঈশ্বরের শাশ্বত বাণী;
চিরদিন আছে থাকবে হয়ে হৃদয়ের রানী।
মানুষে মানুষে বৃদ্ধি করে সখ্যতা;
মন থেকে দূর করে সকল রুক্ষতা।
মোয়াজ্জেমের কন্ঠের আযানের সুর;
মানুষ ছুটে আসে থেকে বহুদূর।
মানুষ মানুষের কাছে হয়ে যায় আপন;
সুর সংগীতের টানে দেয়া নেয়া হয় মন।
সুর ও সংগীতের মূর্ছনা;
মানে না সময় স্থান কাল পাত্র মানে না সীমানা;
তারিখ: ১৫-০৯-২০২৩ ইং ;