ওগো নিরুপমা! হবে কি গো, আমার বনলতা?
আঁধার রাতে, কানে কানে শুধাব মনের কথা।
তব কাল চুলে দিব গুঁজে, লাল গোলাপ ফুল;
প্রেম জোয়ারে ভাসিয়ে দেব, তব মনের দু' কূল।


চাঁদের জ্যোৎস্না দিয়ে, তোমার ঘর দিব ভরিয়ে;
তারার মালা গেথে, তোমার গলায় দিব পরিয়ে।
সূর্যের লাল রঙ ছিনিয়ে, আলতা পরাব দু'টি পায়;
পৌষ রোদের চাদর গড়িয়ে, জড়াব তোমার গায়।


সাগরের কাছ থেকে মুক্তা নিয়ে, গড়িয়ে দিব নথ;
তোমায় আমি নিয়ে যাব, উড়িয়ে ময়ুর পঙ্খি রথ।
বসরাই গোলাপ এনে, সাজাব স্বপ্নের বাসর ঘর;
কোহিনুর এনে বাসিয়ে দিব, মাথার মুকুট 'পর।


ভালবাসায় ভরিয়ে দিব, তোমার সারা দেহ মন।
প্রেম দরিয়ায় কাটব সাঁতার, এক সাথে দুজন।
গানে গানে কাটবে সারা রাত, ফুরাবে না কথা;
ওগো নিরুপমা! হবে কিগো, আমার বনলতা?
            তারিখ: ০৭-০৮-২০২২ ইং;