ওগো মোর সুভাষিনী, বন্ধ কেন মুখের বাণী?
ভাল কিগো তোমায় আমি বাসিনি, মোর রানী।
সুভাষিনী সখী আমার, তোমার সুমিষ্ট ভাষণ;
প্রকম্পিত করে তোলে আমার হৃদয় সিংহাসন।


তব ভাষণের শব্দে, লাজে বন্ধ হয়েছে রেলগাড়ি;
থরথর করে কাঁপে, ঘর বাড়ি সহ ভাতের হাড়ি;
টিকটিকি-আরসোলা ঘর ছেড়েছে, আর ফিরেনি;
তোমার সুমধুর কন্ঠে ঝংকার তুলে, আসগো রানী।


ওগো মোর সুহাসিনী; এখনও কেন তুমি হাসনি?
ঘুম ভাংগেনি বুঝি এখনো, তাই কি তুমি জাগনি?
'কাঁচের প্লেট ভাংল বুঝি'? না গো, এটা তার হাসি;
উঠেছে হৃদয় রানী, সুর সাধিতেছে তাহারি বাঁশি।


আমার সুহাসিনীর মিষ্টি  হাসির সুর, অমৃত সমান;
শুনিলে এ সুর ঝংকার, মরা মানুষ পায় জীবন।
হার্ট অ্যাটাকে, মাত্র তিনবার গিয়েছি হাসপাতালে;
মোর প্রিয়তমা সুহাসিনীর, হাসির ছন্দ ও তালে।


ওগো মোর সুনয়না, ও হরিণ চোখে আর চেয়না,
তোমার চোখের চাহনিতে, দেহে মোর প্রাণ রয়না।
ও চাহনির দ্যুতি, আমার হৃদয় আকাশ করে ভেদ;
চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, ছেড়ে ছায়াপথ করেছে ছেদ।


শুনেছি, শুনেছি, তোমার সুমধুর কন্ঠের বাণী;
তোমার হাসির সুর, ওগো মোর হৃদয় রানী।
মোর সুহাসিনী, সুনয়না, মোর প্রিয়ভাষিণী;
আর সাধিওনা সুর, করোনা মোরে আর ঋণী।
                তারিখঃ ১৮-০৯-২০২২ ইং