ছায়া ঘেরা পাখি ডাকা ওগো মোর জন্মভূমি;
আমার হৃদয় আকাশের উজ্জ্বল নক্ষত্র তুমি।
তোমার জমিনখানা শস্য শ্যামলা মায়া ভরা;
জন্ম এ মাটিতেই তব বায়ু-জলে জীবন গড়া।


গাছে গাছে ফুটে আছে রংবেরঙের নানা ফুল;
কৃষ্ণচূড়া গোলাপ চামেলী জুঁই শিউলি বকুল।
ভ্রমর গান শুনিয়ে যায় ফুলেদের কানে কানে;  
মুখরিত সারা গ্রামখানা পাখিদের কলতানে।

সোনালি ধানের ক্ষেত দোলা দেয় কৃষক মন;
নবান্নের উৎসবে ভরে উঠে কৃষাণীর জীবন।
তপ্ত শরীরে শীতল পরশ বুলায় দখিনা সমীরণ;
গ্রীষ্মে আম কাঁঠালের মধু রসে ভরে যায় মন।


পৌষ পার্বণে সবে মিলে গরম পিঠা খাবার ধুম;
ভুলিয়ে দেয় হাড় কাঁপানো শীতের রাতের ঘুম।
বিকালে স্কুল মাঠে চলে নানা খেলার আয়োজন;
হিন্দু মুসলমান মিলে বারো মাসে তেরো পার্বণ।


গাঁয়ের মানুষ সবে মিলেমিশে থাকি এক সাথে;
আনন্দ-বেদনা ভাগ করে নিয়ে চলি দিনে রাতে।
হাসি-গান আনন্দ-বেদনায় ভরে থাকো মোর মা;
তুমি আমার জন্মভূমি আমার স্বপ্নের সোনার গাঁ।
তারিখ: ১০-০১-২০২৪ ইং;