গোধূলি বেলা সূর্য অস্তাচলগামী;
দিবালোক খোঁজে মন দিবাযামি।
সূর্যের কাছে জানায় আবেদন;
রহ মোর সাথে আরও কিছুক্ষণ।


ক্ষতি কি তোমার যদি সাথে থাক;
নিশিথ রাতে মোর সাথে জাগো।
সরে যাবে দূরে রাতের আঁধার;
হয়ে যাবে অবসান সকল বাঁধার।  
  
জানো তুমি কেহ চাহেনা আঁধার;
সবাই খোঁজে তোমাকে দিবাকর।
আঁধার সে তো নিকষ কালো;
তাই তোমার কাছে মাঙ্গি আলো।


দিবাকর হেসে কয় কথা মন্দ নয়;
বন্ধু! মোর দাঁড়াবার নেইযে সময়।
সবাই করছে যে অপেক্ষা আমার;
আমি তো নিজের নই আমি সবার।


বিধির বিধান খন্ডাবে শক্তি কার;
কেমনে দূরে সরাবে তুমি আঁধার?
সকরুণ সুরে বাজে বিদায়ের গান;  
সময় হলে যাবে চলে এটাই বিধান?
তারিখ: ৩০-১২-২০২৩ ইং;