পিতা মাতার প্রতি অবহেলা,
                সমাজের নৈমিত্তিক ঘটনা;
এটা কি যুগের ফ্যাশন,
                নাকি পত্রপত্রিকার রটনা।


পিতা-মাতা দিয়েছেন জন্ম,
             নিজের চেয়ে বেশি নেন যত্ন;
সন্তান শুধু নহে সন্তান,
           পিতা মাতার কাছে তারা রত্ন।


বিনিদ্র রজনী করেন সেবা;
             সন্তানের রোগে পিতা-মাতা,
সন্তান তাদের নয়নের মনি,
            তারা সন্তানের মাথার ছাতা।


সকল ধর্ম দিয়েছে সম্মান,
          স্রষ্টার পরে পিতা মাতার স্থান;
মাতৃ পদতলে সন্তানের জান্নাত;
               ইসলাম দিয়েছে এ বিধান।


পিতা-মাতার নেই অপরাধ,
                 কখনোই সন্তানের কাছে;
সন্তান বলতে পারেনা উহু,
                পিতা-মাতার আগে পাছে।


হিন্দু মতে, পিতা স্বর্গ, পিতা ধর্ম,
                      পিতাই পরম তপস্য।
পিতাকে করলে খুশি,
                   দেবতাগণও হয় নমস্য।


পিতা মাতাকে যারা করে,
                 অযত্ন অবহেলা অপমান;
তারা মানুষ নামের কলঙ্ক,
                নরকেও নেই তাদের স্থান।


যে সন্তান পিতা-মাতাকে,
                সম্মানের বদলে করে হীন;
ইচ্ছার বিরুদ্ধে পাঠায় বৃদ্ধাশ্রম,
        শরীরে আছে কী মানুষের জিন!
          তারিখ: ০৯-০৬-২০২৩ ইং;