.         অলিকুল সুন্দরের পূজারী
    যে ফুল সুন্দর, অলি যায় তার বাড়ি।
        অথবা যে ফুল গন্ধ ছড়ায়,
         অলিকুল তার কাছে যায়।
      গোলাপের আছে রঙ, আছে গন্ধ;
          সবাই তাই করে পছন্দ।
          বেলি ফুল গন্ধ ছড়ায়
       নারী তারে খোঁপায় জড়ায়।
        বকুলের গন্ধে উতলা মন
      মালা গেঁথে অঙ্গে করে ধারণ।


      দুনিয়ায় চলে শুধু রঙের খেলা;
  মোনালিসারে দেখে কাটিয়া দেয় বেলা।
    চাঁদের স্নিগ্ধ আলো ভরে দেয় মন;
     তাই দেখে উতলা হয় কবিগন।
    সুন্দর শিশুরে সবাই করে আদর;
   পাখির সুমিষ্ট গানে সবাই বিভোর।
    প্রকৃতির সৌন্দর্য মানুষকে টানে;
   তাই চলে তারা, কক্সবাজার পানে।
        রঙে ভরা এই দুনিয়াটায়;
       রঙ্গ রসে মজে থাকে সবায়।
       রঙ আর গন্ধ যদি না পাই;
    দুনিয়াতে কারো কোন দাম নাই।
      তারিখ: ১৩-০৪-২০২৩ ইং