মাতা! বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি জগৎ মাঝে;
মায়ের কথা সদা হৃদয়ে বাজে।  
সন্তানের অদর্শনে কাঁদে মায়ের মন;
সন্তানের মঙ্গল তরে দিতে পারে জীবন।
সন্তানের যত্নে কখনো করে না ভুল
মেয়ের শুভ বিদায়ে কেঁদে হয় আকুল;
হয়েছে প্রথম বেড়িয়েছে পরীক্ষার ফল;
আনন্দে ঝরে মাতার অশ্রুজল।
মেডিকেলে ভর্তি যেতে হবে দূরে;
দুশ্চিন্তায় মায়ের চোখে জল মাথা যায় ঘুরে।


মায়ের চোখের জল সদা করে টলমল;
কেঁদে ভাসায় বুক সন্তান হলে বিফল।
প্রাপ্তবয়স্ক সন্তান চাকরি করে;
পৌঁছতে বিলম্ব কাঁদে তারও তরে।
নাহে শুধু মনুষ্য মাতা;
সকল মায়ের একই গুণ দিয়েছে বিধাতা।  
মাতৃ মন অনন্য সৃষ্টি বিধাতার;
যুক্তি তর্কে করতে যেও না তার বিচার।
সন্তান নাড়ী ছেঁড়া ধন বিষয়টা ভুলনা;
মায়ের তুলনা শুধুই মা হয় না অন্য তুলনা।
তারিখ: ২৩-১১-২০২৩ ইং;