একদল মাথা কুটে মরছে সাম্যতার জন্য;
জীবনটা তাদের কাছে একটা পণ্য।
তারা প্রচার করে বস্তুবাদ;
বলে আদর্শই সৃষ্টি করে জীবনে সংঘাত।
অর্ধশতাব্দী চলছে এর জয়গান;
উন্নয়নে হয়েছে ব্যর্থ জীবন মান।
সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে করেছে প্রমাণ;
চীনেও হয়েছে পুঁজিবাদের ব্যাপক উত্থান।


সমাজতন্ত্র সাম্যবাদ ছিল গাল ভরা বুলি;
এর যাতাকলের পৃষ্ঠ জনতা যায়নি ভুলি।
ছেড়ে দে মা কেঁদে বাঁচি;
অবস্থা দেখে পায় দিলে হাসি।
সমাজতান্ত্রিক দেশে শাসক শাসিত বৈষম্য;
ছিল প্রকট যদিও তা’ ছিলনা কাম্য।
ভুলন্ঠিত ছিল সেথা মানবাধিকার;
সাম্যতা গাল ভরা বুলি সম্পর্কহীন বাস্তবতার।


সাম্যতা তত্ত্বকথা নহে তা প্রকৃতির বিধান;
হাতের পাঁচটি আঙ্গুল নহে সমান।
এক দম্পতির সকল সন্তান;
শারীরিক গঠন মেধা দক্ষতায় নহে সমান।
বনের সকল গাছ কি একই সমান?
সাম্যতা বলে কেন প্রকৃতিকে কর অপমান!
ক্লাসে একজনেই হয় প্রথম;
নহে অস্বীকার বাস্তবতা মেনে নেয়াই উত্তম।


মৌলিক অধিকার নিশ্চিত করবে সরকার;
এরপর যোগ্যতাই মাপকাঠি পাবার।
কর্মগুণেই নিশ্চিত হবে প্রাপ্যতা;
অর্জনের মূল বিষয় হবে কর্ম ও দক্ষতা।
সাম্যতার প্রচার এক ধরনের প্রতারণা;
মানুষের মৌলিক অধিকার হরণের ছলনা।  
ভুলে যাই গাল ভরা সাম্যতার বাণী;
কর্মদক্ষতায় বিতরণের মূল বিষয় মানি।
তারিখ: ১৯-১১-২০২৩ ইং;