স্বার্থের দুনিয়ায় ভালোবাসা মিছে আশা;
স্বার্থ চিন্তা মন মাঝে বাঁধে বাসা।
মুখে বলে ভালবাসি ভালবাসি;
জ্বলজ্বল করে দু’টি চোখে স্বার্থের হাসি।
দিবানিশি স্বার্থের চিন্তায় মশগুল;
স্বার্থ চিন্তায় স্বর্গ-মর্ত একাকার হুলস্থূল।
পরের দুঃখে দিবানিশি অশ্রু বিসর্জন;
ভালোবেশে পরকে করি আপন।
সব কিছু নিজের মহত্বের প্রচার;
অথবা বৃহত্তম স্বার্থ হাছিলের হাতিয়ার।
যতক্ষণ স্বার্থ ততক্ষণ মহত্ত্ব;
স্বার্থ ফুরালেই মহত্ত্ব শেষ সৃষ্টি হয় দূরত্ব।
তারিখ:২৫-০৬-২০২৫ ইং;