.         এই পৃথিবীতে কেহই পুরাপুরি সুখী নয়;
           সবাই সুখে থাকার করে যায় অভিনয়।
                নিজ ধনে ভরে না কারো মন;
              আরো চাই ধন, মন বলে সর্বক্ষণ।
               পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর ধনপিপাসা;
            অসীম থেকে অসীমতর পাবার আশা।


             পরম সুন্দরী, সুশীলা বউ নিজ ঘরে;
            তবুও অন্যের বউয়ের দিকে কুদৃষ্টি পড়ে।
            পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, জ্ঞানে অসাধারণ;
              জ্ঞান পিপাসা তার কভু হয় না পূরণ।
                আরো জ্ঞান চাই, সদা বলে মন;
           জ্ঞান লাভের আশায়, ঘোরে সারা ভুবন।


           সুস্বাদু নানা ব্যঞ্জনা, সদা থাকে পাতে;
                   তবুও নজর পান্তা ভাতে।
         ভরে না মন, পেয়ে আকাশ ছোঁয়া সম্মান;
         গর্জে ওঠে, যদি না পায় সালাম একখান।
          শিল্পী মন, সে তো অতৃপ্তি দিয়ে সৃজন;
         যত সুন্দরই হোক ভরে না শিল্পীর মন।


         সবার মধ্যে একখানা ভাব, শুধু খাই খাই;
         কিছুতেই ভরে না মন, যত পাই তত চাই।
           অতৃপ্তি আছে বলেই, হয় নব নব সৃষ্টি;
             দূর থেকে বহুদূরে চলে যায় দৃষ্টি।
           এটাই নিষ্ঠুর নিয়তির অমোঘ বিধান;
       অন্যথা হবে না কভু জগতে, থাকতে প্রাণ।
                  তারিখ: ০৬-০৪-২০২৩ ইং;