জীবন চলার পথ নহে কুসুমাস্তীর্ণ;
পথে বিছানো কাঁটা করবে বিদীর্ণ।
লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন দৃঢ় পণ;
এ ভাবে চালার নামেই তো জীবন।


দৃঢ় চিত্তে এগোতে হবে ধাপে ধাপে;
তবেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে।
অসাবধানে বিপদ বাড়ে রাখ স্মরণ;
বিপদে সদা প্রস্তুত রাখতে হবে মন।


ওপরে ওঠার কোন শর্টকাট পথ নাই;
সিঁড়ি ভেঙ্গে তোমায় উঠতে হবে তাই।
যেমন প্রতিটা ক্লাসে পাশ দিয়ে শিক্ষা;
জীবনের ক্লাসেও নিতে হবে এ দীক্ষা।


মনের চাঞ্চল্য পরিহার কর হে যুবক;
চাঞ্চল্য এক ধরনের মানষিক রোগ।
শান্তচিত্তে প্রতিকূলতার হও মুখোমুখি;
তবে পৌঁছাবে লক্ষ্যে জীবন হবে সুখী।
তারিখ: ১৯-০৮-২০২৩ ইং;