সূর্য ডুবে গেছে, নিভু নিভু প্রদীপের বাতি;
ক্রমেই ঘনিয়ে আসছে আঁধার রাতি।
থেমে গেছে দিবসের কোলাহল;
কমে যাচ্ছে রাস্তায় চলাচল।
বড় অসময়ে তব আগমন;
আমার অতি জীর্ণ ভবন।
কোথায় দেবো স্থান;
থেমে গেছে গান।


মালা গেঁথে যবে বসেছিনু তোমার প্রতীক্ষায়;
তুমি তখন এলেনা ঘরে, চরম অবহেলায়।
মালাখানি আমার ওঠেনি কারো গলে;
শুকিয়ে গেল মোর মালা বিফলে।
বসন্তের সুশোভিত বৃক্ষরাজী;
পত্র ঝরেছে শীতে আজি।
থেমেছে সুরের মর্ছনা;
বন্ধ আনাগোনা।


ছেঁড়া তারে কেমনে উঠবে হায়, সুরের মূর্ছনা;
কালো মেঘ ঢেকেছে পূর্ণিমার জোসনা।
আমি আজ একেবারে নিঃস্ব, রিক্ত;
দু'টি চোখ আমার অশ্রুসিক্ত।
কেমনে জানাব অভ্যর্থনা;
আমার নেই জানা।
আশা নেই, ভালোবাসা নেই;
তোমাকে দেবার মত আমার কিছুই নেই।
        তারিখ: ১৮-০৪-২০২৩ ইং;