আমি হলাম পাপের ফসল পিতা মাতার;
অথবা লম্পট পিতার লালসার শিকার।
       জন্মই আমার আজন্ম পাপ;
      বিধাতাও করেনি আমায় মাপ।
বিষবৃক্ষে ফলে না কভু সুন্দর সুগন্ধি ফুল;
কেমনে হব আমি মহামানব জন্ম যার ভুল।  

   পিতা-মাতার নাম ঠিকানা নেই জানা;
   কামলাপুর রেলস্টেশন আদি ঠিকানা।
         স্কুল আমার ফুটপাত;
         বড় ভাইদের  উৎপাত।
  কথায় কথায় বড়ভাই তোলে গায়ে হাত;
   ইচ্ছা হলেই ট্রেনে নিয়ে করে বলৎকার।  


  এভাবে হয়েছিল শুরু আমার শিশুকাল;
   ডাস্টবিনের খাবারের সাথে গালাগাল।
         প্ল্যাটফর্ম রাতের ঠিকানা;
        মশা শীত দরিদ্র মানে না।
পার্থক্য ছিলনা তখন মানুষ আর কুকুরে;
রাত দুপুরে ঘুম ভাঙ্গে মশার গানের সুরে।  


অপরাধের হাতে খড়ি সেই কৈশোর কালে;
ট্রেন যাত্রীদের মাল চুরি সকালে বিকালে।
      আমার সাহসে বড় ভাই মুগ্ধ;
     পকেট মারের দলে করে যুক্ত।
সেই শুরু আমার এ জীবনের নতুন গান;
এখন আমি ঢাকা শহরের মস্তবড় মাস্তান।