আদিম যুগে ছিল না মানুষের পোশাক;
ছিল না তাদের লাজ লজ্জার বালাই।
শীত নিবারণে শরীরে জড়াত পশুর চামড়া।  
ছিলনা ঘরবাড়ি গুহায় বসবাস।
অন্যান্য প্রাণীর সাথে পার্থক্য ছিল না মোটে।


আমরা আধুনিক, করি সভ্যতার বড়াই।
পোশাক আশাকের নেই অভাব;
উগ্র আধুনিকতা বদলিয়ে দিয়েছে স্বভাব।
সভ্যতার নামে অর্ধ উলঙ্গ নরনারী;
শরীর-প্রদর্শনের চলছে মহোৎসব।
ব্লাউজের পিঠ পুরা খোলা;
ঢাকলে পিঠ হৃদয়ে দেয় না দোলা।
স্কার্ট মিনি হতে হতে প্রায় নাই;
রাগে দুঃখে দোপাট্টা গেছে বনবাস;
নরনারী অঙ্গ দেখাতে আজ উন্মুখ;
না দেখালে অঙ্গ মনে আসে না সুখ।


ভাবি মনে এটা কি অসুখ?
নাকি আধুনিক সভ্যতার মহা সুখ ভোগ?
ওরা বলে এটা নাকি ফ্যাশান!
শরীর না দেখালে থাকেনা মান!
যদি কোন নারী পরে হিজাব;
তারা হয় আধুনিকতার মহাঅভিশাপ।
ভাবি মনে,
স্বল্প পোশাকের আছে কী দরকার!
পুরা বাদ দিলে খরচ বেঁচে যাবে এবার।
সেটা টাকায় হবে দেশের উন্নয়ন;
অস্ত্র তৈরি করে মারব অন্য দেশের জনগণ।
তারিখ: ১৪-১০-২০২৩ ইং;