সকালবেলা পদ্মপুকুর পাড়ে আমি একেলা;
পুকুরে হংস মিথুন করছে খেলা।
রসিক হাঁসা কাছে ডাকে হাঁসিরে ঠারেঠোরে;
হাঁসি তবুও দূরে দূরে ঘোরে।
কাছে গেলে হাঁসা ডুব দিয়ে হাঁসি যায় দূরে;
হাঁসা হাঁসি মনের সুখে করছে খেলা পুকুরে।


রাশি রাশি লাল সাদা পদ্মে ভরা পুকুরখানা;
একধারে বেগুনি ফুলে ভরা কচুরিপানা।
সোনালী আলোয় উদ্ভাসিত সকালবেলা;  
পুকুরের কাল জলে মাছেরা করছে খেলা।
ছোট ছোট ঢেউ তোলে ছোট মাছ;
তাদের ধরতে দল বেঁধে ছুটে পাতি হাঁস।


বড় মাছগুলো পানি করে উতাল পাতাল;
ভয়ে ছুটে পালায় হাঁসের পাল।
হেনকালে কুলবধু আসে পুকুরে;
রাতের মৈথুন শেষে পবিত্রতা তরে।
গোসল সারে বধু একা নিরজনে;
গুন গুন করে গায় গান আপন মনে।
তারিখ: ১৯-১১-২০২৩ ইং: