বহু পথ এলাম পেছনে ফেলে;
শৈশব গেল হেসে খেলে।
যৌবন হল পার রং তামাশায়;
বৃদ্ধকালে করছি হায় হায়।
সময় এসেছে এবার;
পিছন দিকে ফিরে দেখবার।


তাকিয়ে দেখি ভুলে ভরা পথ;
হয়নি পূরণ খোদাকে দেয়া শপথ।
খুঁজে ফিরি শুরুর সে ঘর;
পাই না তারে সে যে এখন পর।  
হারিয়ে গেছে সময় নদীর তলে
দিশা বিনে খুঁজব কেমনে নদী জলে?


চোখের পলকে সময় হারিয়ে যায়;
পাবেনা ফিরে যত করো হায় হায়।
এক দিকে চলে জীবনের পথ;
পিছনে যেতে পারে না জীবন রথ।
ফেরার সুযোগ নেই পথ একমুখী;
হিসাব করে চললেই হতে পারবে সুখি।  
তারিখ: ২০-১০-২০২৩ ইং