গাছেরটা গোড়ারটা দু’টোই আমার;
খাব আমি আম যত্নটা তোমার।
সব আকামের হোতা আমি;
অপবাদের ভার পুরাটাই বইবে তুমি।
সবার তালে তালে বলবো কথা;
কখনোই কারো মনে নাহি দেব ব্যথা।
সালিস দরবারে বসি পিছনে;
মেনে নাই সেটাই বলে যা দশ জনে।

মাছের মাথা মুরগীর রান দু’টোই চাই;
খাবার টেবিলে সবার আগে যাই।
দুধের সরটাও আমিই খাই।
ভাইয়ের পাতের দিকে কোন নজর নাই।
আমার দল সরকারি দল;
তাইতো সর্বদাই জোটে পাকা ফল।
ক্ষমতার আশেপাশে ঘুরি;
হৃদয়ে লাগে তাই ক্ষমতার সুড়সুড়ি।
  
স্থায়ী বন্ধু বলে এ জগতে কেউ নাই;
যখন যে সুবিধা দেয় তার কাছে যাই।
বন্ধু যদি বিপদে যায় পড়ে;
কৌশলে আমি সরে যাই বহু দূরে।
সুন্দরীর না যদি থাকে পয়সা কড়ি;
প্রেম ক্ষান্ত দিয়ে যাই দূরে সরি।
আমার চরিত্রের আছে বড়ই সুনাম;
স্মরণে রাখি নিজে বাঁচলে বাপের নাম।
তারিখ: ২৮-১২-২০২৩ ইং;