অক্সিজেন ছাড়া বাঁচে না জীবন;
তাইতো অক্সিজেন এতটা আপন।
দিবস ও রজনী, নিদ্রায় জাগরণে;
অক্সিজেন গ্রহণ করি, প্রতি ক্ষণে।


অক্সিজেন বাঁচিয়ে তোলে জীবন;
কিন্তু কেমনে বাঁচিবে তোমার মন?
মন ছাড়া চলবে কি তোমার জীবন?
অক্সিজেন চায়, দেহের সাথে এ মন।


শৈশবে পিতৃমাতৃ স্নেহ ভালোবাসা;
মানে জাগিয়ে তুলে বাঁচার আশা।
যৌবনে চাই প্রিয় কারো ভালোবাসা;
এটাই অক্সিজেন, মনের পিপাসা।


সাথে চাই ভাল চাকরি, উপার্জন;
আরো চাই বন্ধু, যারা হবে সুজন।
সম্মানের সাথে বাঁচার অধিকার,
যোগাবে অক্সিজেন ঘুচাবে আঁধার।


বার্ধক্যের অক্সিজেন নাতি নাতনি;
তারাইতো বৃদ্ধ-বৃদ্ধার নয়নের মনি।
ভালোবেসে ভরে তোলো তাদের মন;
এটাই অক্সিজেন, বাঁচাবে তাদের জীবন।
     তারিখ: ২৮-০১-২০২৩ ইং;