পদ্মা সেতু! নহে শুধু একটা সেতু।
               প্রতিক এটা বাঙ্গালীর সক্ষমতার।
এটা আমাদের অহংকারের; গৌরবের
         বিশ্বকে আমাদের সক্ষমতা জানাবার।


সুকান্তের ভাষায়, 'সাবাস, বাংলা দেশ,
                   এ পৃথিবী অবাক তাকিয়ে রয়:
জ্বলে পুড়ে-মরে ছারখার
                           তবু মাথা নোয়াবার নয়।'


অনিষ্টকারীর চ্যালেঞ্জ মোকাবেলায়
                শেখ হাসিনার অদম্য ইচ্ছা হেতু;
আওয়ামী লীগ সরকারের তত্ত্বাবধানে
         আমাদের নিজস্ব অর্থে তৈরী এ সেতু।


তোমরা স্ট্যাচু অফ লিবার্টি দেখেছো;
                     দেখেছো আইফেল টাওয়ার;
চীনের প্রাচীর আর আগ্রার তাজমহল;
                 দেখো স্বপ্নের পদ্মা সেতু এবার।


এটা শুধুই কংক্রিটের কাঠামো নয়,
            ঢাকার সাথে দক্ষিণের সেতু বন্ধন;
এর কারণে দক্ষিণ অঞ্চলের
                 ব্যবসা বাণিজ্যের হবে উন্নয়ন।


বঙ্গবন্ধু সেতুর কারণে যেভাবে
                     উত্তরবঙ্গের হয়েছে উন্নতি;
চাষী পাচ্ছে উৎপাদনের ন্যায্য মূল্য,
                 বেড়েছে মানুষের জীবন গতি।


আর সি সি পিলারের 'পর ইস্পাতের
                সুকঠিন বর্ম দিয়ে এটার নির্মাণ;
নীচে টানেলের ভিতর দিয়ে চলে রেল
                 ওপরে চলে সড়ক পথের যান।


পদ্মাসেতুর যারা করেছে বিরোধিতা-
                     তারা দেশদ্রোহী  রাজাকার;
এদেশের মাটিতে যুদ্ধ অপরাধীর মত
                  তাদের বিচার হওয়া দরকার।


এ দেশ রবি ঠাকুরের সোনার বাংলা,
                কবি নজরুলের উন্নত মম শির,
'স্বাধীনতার সংগ্রাম - মুক্তির সংগ্রাম'
    বঙ্গবন্ধুর বজ্রকন্ঠে ঘোষণায় জাগে বীর।


পদ্মাসেতুর বিরোধিতাকারী বাঙ্গালীকে
                   শুনাই আব্দুল হাকিমের বাণী;
'যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী,
           সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি'।

সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধুর নেতৃত্বে
                পেয়েছি মোরা স্বাধীন আবাস।
তাঁরই কন্যা শেখ হাসিনা এনেছেন
           দেশের অর্থনৈতিক মুক্তির সুবাস।


ক্ষমতায় এখন  আওয়ামী লীগ
            তত্ত্বাবধান সংগত কারণে তাদের;
কিন্তু সেতুর নির্মাণ খরচ দলের নয়,
                  নির্মাণ খরচ সবটাই মোদের।


ব্যক্তির চেয়ে দল বড়; দলের চেয়ে দেশ,
                      এটা রাজনীতিবিদরা বলেন;
কেন দেশের গর্ব, মোদের অহংকার,
              এ সেতু নিয়ে তারা নিরাশ হলেন?


তবে কি সংকীর্ণ দলীয় পঙ্কিলে
              বাধাগ্রস্ত হচ্ছে মোদের রাজনীতি;
আজ কি সুবচন গেছে নির্বাসনে?
              তাই ব্যক্তিই বড়, ভুলে সব রীতি?


কে করেছে? মনে না দিয়ে স্থান;
             এস বলি, সবাই আমরা অংশীদার;
এ দেশ আঠার কোটি জনতার;
                পদ্মা সেতু আমাদের অহংকার।
                        ১৩.০৭.২০২২ ইং